
শোক সংবাদ
এস এম আলম, ২ ডিসেম্বর : স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এইচ আর বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নানের ছোট ভাই সামরিক বাহিনীর বেসামরিক শাখায় কর্মরত মো: মোকছেদ আলম মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে বগুড়া সি এম এস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী—– রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। বুধবার বিকেলে যুগিপাড়া জামে মসজিদে জানাজা নামাজ শেষে বালিয়া হালট গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে সহ অসংখ্য হিতাকাক্সক্ষী রেখে গেছেন। জানাযায় অংশ নেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, কমিশনার আশরাফ প্রামাণিক, কমিশনার মফিজুল ইসলাম কালু,স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবু তাহের, ফ্যাক্টরী ম্যানেজার আবু মুসা, এজিস সিকিউরিটি সার্ভিসেস মহা-ব্যবস্থাপক কর্ণেল শাহিন আবরার, অ্যাডঃ আব্দুল মান্নান, সানাউল্লাহ, অ্যাডঃ জাফর, আব্দুর রাজ্জাক, অ্যাডঃ শিহাব, অ্যাডঃ মনোয়ার, মাছরাঙ্গা উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা , ’বাংলা টিভি’ এবং দৈনিক দেশ বার্তা ” জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ”নতুন চোখ” এর প্রকাশক সাংবাদিক এস এম আলম , ’দৈনিক বিবৃতি’র সম্পাদক কাজী মোর্শেদ বাবলা, যুগিপাড়া জামে মসজিদের ইমাম সহ আত্নীয় স্বজন এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।