এস এম আলম,০৪ ডিসেম্বর, পাবনা : পাবনায় পালিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক এবং বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মণি’র ৮২ জন্মবার্ষিকী । দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া , আলোচনা সভা ও কেক কাটা সহ নানানবিধ আয়োজন করা হয়।

সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি,

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা , জেলা যুবমহিলা লীগের সভাপতি আরিফা খানম শেফালি, জেলা যুবলীগ এর কার্যকরী সদস্য ফাহিমুল কবির খান শান্ত, আনোয়ার হোসেন শেখ লালু, শাহিনুর রহমান পলাশ , আবদুল্লাহ আল মামুন বাবু, ফজলে শাহরান বিপু, আরিফুল ইসলাম টিংকু, এম এইচ ইসলাম হিমেল, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, একরাম হোসেন, আসিফ ইকবাল জনি, শাকিল খান, সহ যুবলীগ এর সদস্যবৃন্দ ।