Homeআন্তর্জাতিক২ কেজি চাঁদের পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে চীনা মহাকাশযান

২ কেজি চাঁদের পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে চীনা মহাকাশযান

চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাং’ই ৫। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের লুনা ২৪ মিশনের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে। খবর আল জাজিরার।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাং’ই ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে মহাকাশযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এজন্য চারটি ইঞ্জিন জ্বালাতে হয় একে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীন কালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে ২ কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাং’ই ৫।

ক্যাপসুলটি তার মহাকাশযানের বাকি অংশ থেকে আলাদা হওয়ার পর চীনের উত্তরাঞ্চলে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবে। চাঁদের পৃষ্ঠে ড্রিল করে ও সরাসরি তুলে নিয়ে পাথরগুলো সংগ্রহ করা হয়।নমুনাগুলোর বয়স ও উপাদান বিশ্লেষণের জন্য চীন গবেষণাগার স্থাপন করেছে। কিছু নমুনা অন্যান্য দেশকেও চীন দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যখন চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে আসে তারাও এমনটাই করেছিল।

চীনের চাঁদের দেবীর নামানুসারে করা চ্যাং’ই ৪ মিশন গত দুই বছর ধরে চাঁদের কম অভিযানকৃত অঞ্চলে কাজ করছে। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠিনো ও স্থায়ী ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে চীনের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments