Homeআন্তর্জাতিকনতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ শতাংশ বাড়াচ্ছে তুরস্ক

নতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ শতাংশ বাড়াচ্ছে তুরস্ক

নতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ দশমিক ৫৬ শতাংশ বাড়াচ্ছে তুরস্ক। গত সোমবার দেশটির শ্রম ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুত সেলকুক এ তথ্য জানিয়েছেন।টেলিভিশনের এক ভাষণে তিনি বলেছেন, শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২ হাজার ৩২৪ লিরা (তুর্কি মুদ্রা) থেকে বাড়িয়ে ২ হাজার ৮২৬ লিরা করা হচ্ছে।

তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতির হারের চেয়ে ন্যূন্যতম মজুরি বৃদ্ধির পরিমাণ অন্তত সাত শতাংশ পয়েন্ট বেশি বলে জানিয়েছেন মন্ত্রী জুমরুত সেলকুক।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, গত নভেম্বরে দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ১৪ শতাংশ। একই সময় গত ১২ মাসের মধ্যে তাদের গড় মূল্যবৃদ্ধির হার ছিল ১২.০৪ শতাংশ।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুসারে, করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালে দেশটির মুদ্রাস্ফীতি হতে পারে ১২ দশমিক ১ শতাংশ। তবে ২০২১ সালে তা কিছুটা কমে দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশে।ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় সাত নম্বরে রয়েছে তুরস্ক। দেশটিতে এপর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪৭ হাজার ৫৭৮ জন। মারা গেছেন অন্তত ১৯ হাজার ৮৭৮ জন।সেখানে এখনও চার হাজারের বেশি গুরুতর করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments