
পাবনা জেলার স্থানীয় পত্রিকার প্রকাশক ও সম্পাদকের সাথে স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস এম আলম, পাবনা, ২৭ জানুয়ারি: পাবনা শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক বৃন্দের সাথে মত বিনিময় সভায় মিলিত হয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুু। বুধবার সকালে আরমান টাওয়ারে অনুষ্ঠিত সভায় পাবনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে যে অপপ্রচার ছড়ানো হয়েছে তিনি তার প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দেন । স্মৃতিচারণের মধ্যে দিয়ে বলে যান মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া সহ অনেক কথা। তাঁর ব্যাক্তিত্ব – সচেতনতা- ভালোবাসা- দেশপ্রেম- মানবিক মূল্যবোধ সামজিক ও সাংস্কৃতিক সমাজের ওপর প্রতিষ্ঠিত। তিনি ক্রীড়া সংস্থা, রাইফেল ক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বনমালী শিল্পকলা ইন্সটিউট, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর এর উন্নয়ন সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেন। তিনি বলেন- এই সকল প্রতিষ্ঠানের স্বাধীনতাকে কখনো খর্ব করা হয়নি বরং নিয়মতান্ত্রিক ভাবে প্রাণ সঞ্চার করা হয়েছে। প্রয়োজনীয় প্রচেষ্টার কথা ব্যাখ্যা করে তিনি বলেন, পাবনার উন্নয়নে আমার অনেক ভাবনা আছে। লস্করপুরে (শালগাড়িয়া) অত্যাধুনিক পরিবেশ বান্ধব নতুন কারখানা স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠা করা হচ্ছে। যেখানে অন্তত ৫(পাঁচ) হাজার লোকের কর্মসংস্থান হবে। তিনি উন্নয়ন বিরোধী মানসিকতার বিরুদ্ধে পাবনাবাসীকে সচেতন থাকার আহবান জানান।


