আগামীকাল তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। সকালে পুলিশ প্যারেড মাঠে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আইন শৃংখলা রক্ষায় অর্পিত কর্তব্য সম্পর্কে অবহিত এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম এবং পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মোহিবুল ইসলাম খান।
এ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের প্রতিটি ভোট কেন্দ্রকে স্পর্শকাতর বিবেচনায় তিন স্তরের কঠোর নিরাপত্তমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আনসার পুলিশ ও র্যাবের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থাকবে ৪ প্লাটুন বিজিবি এবং ষ্ট্রাইকিং ফোর্সের জন্য ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, কমিশনার পদে ৬৬ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।