পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি । নির্বাচনে সনি বিশ্বাসের বিদ্রোহী প্রার্থী শরিফ উদ্দিন প্রধানকে ১১২ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনের মোট ১ হাজার ১৬৫ টি ভোট বাতিল করা হয়। ফলে নির্বাচনের ভোট গণনা নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় গত ৫ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফলের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন এবং এ সময়ের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।