Homeজাতীয়পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত !!

পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত !!

পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি । নির্বাচনে সনি বিশ্বাসের বিদ্রোহী প্রার্থী শরিফ উদ্দিন প্রধানকে ১১২ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনের মোট ১ হাজার ১৬৫ টি ভোট বাতিল করা হয়। ফলে নির্বাচনের ভোট গণনা নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় গত ৫ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফলের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন এবং এ সময়ের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments