এস এম আলম, ১১ ফেব্রুয়ারিঃ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাক্তি পর্যায়ে রাজশাহী বিভাগের পাবনা অঞ্চলের শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ৩ পরিচালক সহ ৭ জন । তাদের মধ্যে সর্বোচ্চ করদাতা ক্যটাগরিতে নির্বাচিত হয়েছে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। ৪০ বছরের নিচে তরুন শীর্ষ করদাতা হচ্ছেন স্কয়ার পরিবারের এরিক স্যামসন চৌধুরী, মহিলা উদ্যোক্তা ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন মিসেস বুলা চৌধুরী এবং দীর্ঘ মেয়াদী করদাতা ক্যটাগরিতে রয়েছেন স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ এবং ট্যাক্স কার্ড পেয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক কাজী ইকবাল হারুন।
সর্বোচ্চ কর প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় দুপুরে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে তাদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদানের মাধ্যমে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আযকর বিভাগের রাজশাহী অঞ্চলের যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা। পাবনা সার্কেলের উপ কর কমিশনার মো: শাহাদৎ হোসন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন ও পাবনা আয়কর আইনজীবি সমিতির সভাপতি আব্দুস সামাদ।