এস এম আলম, ১৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ কৃষি গেবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল স্বল্প মেয়ামী বারি শরীষা-১৭ আবাদের উপর পাবনায় অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস। দুপুরে আটঘড়িয়া উপজেলার সঞ্জয়পুরের ৩০ বিঘা জমির প্রদর্শনী প্লটে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীষ সরকার। পাবনা কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তৈলবীজ গবেষনা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. আব্দুল লতিফ আকন্দ ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শামসুল আলম, ও উপজেলা কৃষি কর্মকর্তা রোখসানা খানম।কৃষিবিদরা জানান, নতুন এ জাত থেকে প্রচলিত শরীষা বীজের চেয়ে কম সময়ে শ উৎপাদন বৃদ্ধি পাবে প্রায় দ্বিগুন। পরে প্রায় একশ কৃষককে এ স¤পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হয়।
পাবনায় অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস
RELATED ARTICLES