এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।
এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন জেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগ ।
পরে সকালে শ্রদ্ধা নিবেদন করেণ বনমালী শিল্পকলা কেন্দ্র, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, পাবনা প্রেসক্লাব, শাপলা ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান।এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানিকতায় দিনটি পালিত হয়।