এস এম আলম,১৭ মার্চ পাবনাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রর উদ্যোগে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে “বঙ্গবন্ধু ও বাংলাদেশের মানচিত্র” শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় বনমালী মঞ্চে নাচ, গান এবং কবিতা পরিবেশন করেন এ কেন্দ্রের শিশু শিল্পীরা। রুচি নিবেদিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ ও যুগ্ম সম্পাদক প্রলয় চাকী। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “বঙ্গবন্ধু ও বাংলাদেশের মানচিত্র”
RELATED ARTICLES