Homeআইন ও অপরাধপাবনায় ১০ হাজার ৬শ পিস ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক

পাবনায় ১০ হাজার ৬শ পিস ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক

এস এম আলম, ২৮ মার্চঃ পাবনায় পুলিশ ১০ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করেছে ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় নৌ-পথে ঢাক থেকে ফেরী যোগে আসা একটি প্রাইভেট কারে তল্লাশী চালায়। এসময় ওই কার থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই গাড়িতে থাকা মওলানা ছব্দবেশী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হোসেন (৪৬) ওরফে আসলাম হুজুরকে আটক করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম

মাদক ব্যসায়ী আসলাম আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে। এসময় ওই কারচালকসহ আরো তিনজনকে আটক করা হয়। এরা হলেন, যশোর জেলার মাহামুদপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম বিশ্বাস (৩৮), কুষ্টিয়া কুমারখালী এলাকার আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল আলম (২২) ও কুষ্টিয়া কুমারখালী চরঘোষপুর এলাকার মৃত হাবিব প্রামানিকের ছেলে নাছিম রেজা (৩০)। পুলিশ জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে তাদের নিজেস্ব পরিবহন যোগে নিয়ে এসে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় পাইকারী ভাবে এই ইয়াবা বিক্রি করে থাকেন। আটকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হুজুর এক বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টসহ তার নামে প্রায় ৮টি মামলা রয়েছে। এই মাদক চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চল থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে এই মাদক বিক্রি করে আসছে।

এসময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মাদক বহনকারী একটি কার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনি মামলার পক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ডিবি ওসি আব্দুল হান্নান সহ পাবনা জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments