Homeআইন ও অপরাধযুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে দুর্বৃত্তের হামলায় ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে দুর্বৃত্তের হামলায় ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টার সময় এক দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা, আহত হয়েছেন আরও একজন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। মার্কিন প্রাশসন এটিকে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। তবে দেশটির গোয়েন্দা বাহিনীর ওপর ক্ষোভ থেকেই ওই ব্যক্তি ক্যাপিটল ভবনে হামলার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুসারে, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। শুক্রবার হামলার আগে তিনি চাকরি হারানো, চিকিৎসা করাতে না পারার মতো ঘটনা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন।

কিছুদিন আগে ইনস্টাগ্রামের আরেক পোস্টে এ যুবক লিখেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআইয়ের মাধ্যমে ভয়ংকর দুর্ভোগের পরে ফাররাখান তাকে রক্ষা করেছেন। ওই পোস্টের এক কমেন্টে গ্রিন জানান, বাড়িতে একাধিকবার অনুপ্রবেশ, খাবারে বিষক্রিয়া, হামলা, হাসপাতালে অননুমোদিত অস্ত্রোপচার এবং চিন্তাশক্তি প্রভাবিত (মাইন্ড কন্ট্রোল) করার শিকার হয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments